Wellcome to National Portal
Main Comtent Skiped

How to get key service

উপজেলা কৃষি অফিস হতে প্রাপ্য সেবাসমূহ-

(Services from Upazila Agriculture Office)

 

পরামর্শপ্রদান: যে কোনো ব্যাক্তি কৃষি বিষয়ক যেকোনো পরামর্শের জন্য উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন। পজেলার ৭ টি ইউনিয়নে ১২ টি ব্লক রয়েছে। প্রত্যেক ব্লকে ১ টি করে পরামর্শ কেন্দ্র রয়েছে। উপ-সহকারী কর্মকর্তাগণ প্রতিদিন সকাল ৯.০০ থেকে ১১.০০ টা পর্যন্ত পরামর্শ কেন্দ্রে অবস্থান করেন। তারপর মাঠে গিয়ে কৃষকদেরকে তাদের প্রয়োজনমত ব্যাক্তিগত বা দলীয়ভাবে পরামর্শ প্রদান করে থাকে। উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, সহঃ কৃষি সম্প্রঃ অফিসার নিয়মিত ও এসএএও দের প্রয়োজনে মাঠ পরিদর্শন করেন ও পরামর্শ প্রদান করেন। তাছাড়া এসএএও নিয়মিত ইউনিয়ন পরিষদে যান এবং কৃষকদের পরামর্শ দেন।

কৃষক প্রশিক্ষণ: প্রদর্শনীর আওতাভুক্ত কৃষকসহ অন্যান্য কৃষকদেরকে উপজেলায় এবং মাঠের বিভিন্ন স্থানে প্রয়োজনীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। মৌসুমওয়ারী বিনামূল্যে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

সমন্বিতবালাইব্যবস্থাপনা: বালাই দমনের জন্য সারাবছর ধরে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করা হয়। সেগুলোর মধ্যে নিয়মিত জমি পরিদর্শন করা, হাতজাল ব্যবহার, গাছের ডাল পুতে দেয়া, অতন্ত্র জরীপ, আয়েসা করা, আলোর ফাঁদ স্থাপন ইত্যাদি অন্যতম। তাছাড়া এ কাজকে স্থায়ী ও টেকসই করার জন্য কৃষক মাঠ স্কুল বাস্তবায়ন করা হয়।

কৃষক মাঠ স্কুল বাস্তবায়ন: কৃষি সম্প্রসারণ কম্পোনেন্ট প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে কৃষক মাঠ স্কুল বাস্তবায়ন অত্যান্ত চমৎকার একটি কাজ। স্কুলে ২৫ টি পরিবার থেকে ৫০ জন ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়। বোরো অথবা আমন মৌসুম ব্যাপী উক্ত প্রশিক্ষণ চলতে থাকে। মোট ২০ টি সেশনের মাধ্যমে স্কুল সমাপ্ত করা হয়। স্কুল সমাপ্ত হওয়ার পর একটি মাঠ দিবস ও কৃষক ক্লাব উদ্ধোধন করা হয়। এই ক্লাবের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কাজ চলতে থাকে।

উন্নত/নুতনপ্রযুক্তি বা ফসলের জাত সম্প্রসারণ: গবেষণা প্রতিষ্ঠান হতে আবিষ্কৃত নুতন প্রযুক্তি/জাত সম্প্রসারণের জন্য চাষী পর্যায়ে প্রদর্শনী স্থাপন, বিএডিসির বীজ বিক্রয়ে সহায়তা প্রদান ও পরামর্শ প্রদানের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়ন করা হয়। কৃষি মেলা, মাঠদিবস, মাল্টিমেডিয়া ব্যবহার করে দলীয় আলোচনার মাধ্যমে কৃষকদের উদ্ধুদ্ধ করা হয়।

সার ডিলার নিয়োগ: পদ শুন্য থাকা সাপেক্ষে বিসিআইসি সার ডিলারের নিয়োগে সহায়তা দান, খুচরা সার বিক্রেতা নিয়োগ প্রদান করা হয়।

বালাইনাশক লাইসেন্স প্রদান: পাইকারী ও খুচরা বালাইনাশক বিক্রয়ের লাইসেন্স প্রদান করতে সর্বাত্নক সহযোগীতা করা হয়।

ভর্তুকি প্রদান বা কৃষি উপকরণসহায়তা: সরকারী বরাদ্ধ প্রাপ্তি সাপেক্ষে সার, বীজ , টাকা ইত্যাদি ভর্তুকি হিসেবে কৃষকদের প্রদান করা হয়।

কৃষি ঋন প্রাপ্তিতে সহায়তা: কোন কৃষক ব্যাংক হতে ঋন নিতে চাইলে তাকে সর্বাত্নক সহায়তা করা হয়।

মাটির স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম: মাটি স্বাস্থ্য সুরক্ষার জন্য কম্পোস্ট, খামারজাত সার, সবুজ সার ইত্যাদি তৈরীতে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগীতা করা হয়। প্রকল্পের বরাদ্ধ সাপেক্ষে প্রদর্শনী প্রদান করা হয়।

এছাড়া কম খরচে সি্‌আইজি, আইপিএম ক্লাব রেজিষ্ট্রেশনের ব্যপারে কৃষকদেরকে সর্বাত্বক সহযোগীতা করা হয়।